আর কয়েকদিন পরেই অনুষ্ঠিত হতে চলেছে ২০১৮ সালের এশিয়াকাপ। এবার এশিয়া কাপ ২০১৮ অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, দুবাইতে ও শেখ জায়েদ স্টেডিয়াম আবু ধাবিতে। ১ম খেলায় মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলংকা। আসুন দেখে নেই ২০১৮ সালের এশিয়াকাপের ফিচকার।

এশিয়াকাপ ২০১৮ ফিকচার [সময়সূচী, টাইমটেবিল]

১ম রাউন্ড

তারিখ দেশ স্টেডিয়াম সময়
১৫/৯ বাংলাদেশ বনাম শ্রীলংকা দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিকাল ৫টায়
১৬/৯ পাকিস্তান বনাম কোয়ালিফায়ার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিকাল ৫টায়
১৭/৯ শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান শেখ জায়েদ স্টেডিয়াম আবু ধাবি বিকাল ৫টায়
১৮/৯ ভারত বনাম কোয়ালিফায়ার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিকাল ৫টায়
১৯/৯ ভারত বনাম পাকিস্তান দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম বিকাল ৫টায়
২০/৯ বাংলাদেশ বনাম আফগানিস্তান শেখ জায়েদ স্টেডিয়াম আবু ধাবি বিকাল ৫টায়

সুপার ফোর          

২১ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি রানার্সআপ  (দুবাই)

২১ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-এ রানার্সআপ (আবুধাবি)

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-এ রানার্সআপ (দুবাই)

২৩ সেপ্টেম্বর- গ্রুপ-বি চ্যাম্পিয়ন বনাম-গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)

২৫ সেপ্টেম্বর- গ্রুপ-এ চ্যাম্পিয়ন বনাম গ্রুপ-বি চ্যাম্পিয়ন (দুবাই)

২৬ সেপ্টেম্বর- গ্রুপ-এ রানার্সআপ বনাম গ্রুপ-বি রানার্সআপ (আবুধাবি)

ফাইনাল

২৮ সেপ্টেম্বর (দুবাই)