রোহিঙ্গাদের মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসার প্রথম বার্ষিকী উপলক্ষে বিবিসি নিউজ বাংলার ওয়েবসাইট bbc.com/bangla, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং রেডিওতে পাঁচ দিনের বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।

২৫শে অগাস্ট রেডিও শ্রোতাদের সরাসরি অংশগ্রহণে ফোন-ইন অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হবে পাঁচ দিনের এই অনুষ্ঠানমালা। এরপর ফেসবুক লাইভে এই সংকট মোকাবেলার উপায় নিয়ে বাংলাদেশী তরুণ-তরুণীরা তাদের চিন্তা-ভাবনা তুলে ধরবেন।

রেডিও এবং অনলাইনে বিবিসি নিউজ বাংলার আকবর হোসেন দেখছেন রোহিঙ্গা সংকট অবসানের লক্ষ্যে এবং প্রায় দশ লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ কীভাবে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে।

রোহিঙ্গা সংকট কক্সবাজারের পরিবেশ, অর্থনীতি এবং সমাজের ওপর যে বিশাল প্রভাব রেখেছে, তার সাথে স্থানীয় জনগোষ্ঠি কীভাবে খাপ খাইয়ে নিয়েছে সে বিষয়ে কক্সবাজারের স্থানীয় মানুষদের সাথে কথা বলছেন শাহনাজ পারভীন।রোহিঙ্গা পরিবারগুলোতে বাল্যবিবাহের প্রবণতার বিষয়টিও উঠে আসবে তার প্রতিবেদনে।

শরণার্থী শিবিরে বসবাস রোহিঙ্গা নারীদের জীবনে কীভাবে প্রভাব ফেলেছে সেবিষয়ে প্রতিবেদন করছেন ভিডিও রিপোর্টার শাহনেওয়াজ রকি। ভিডিও প্রতিবেদন সিরিজে রোহিঙ্গা শিশুদের বেড়ে ওঠা এবং রোহিঙ্গাদের শরণার্থী জীবনের নানা বিষয়গুলো তুলে ধরা হবে।

বিবিসি নিউজ বাংলার সম্পাদক, সাবির মুস্তাফা বলেন, “মিয়ানমারের রাখাইন থেকে রোহিঙ্গাদের বাংলাদেশে পালিয়ে আসা নি:সন্দেহে ছিল গতবছরের সবচেয়ে বড় ঘটনাগুলোর একটি। শরণার্থীদের ব্যক্তিগত অভিজ্ঞতাগুলো- যৌন সহিংসতা থেকে শুরু করে নির্যাতন এবং হত্যাকাণ্ডের মত বিষয়গুলো বিশ্বের পাঠক, শ্রোতা এবং দর্শকদের কাছে তুলে এনেছেন বিবিসির সাংবাদিকেরা। এই সংকটের প্রথম বার্ষিকী আমাদের শরণার্থীদের দু:খ-কষ্ট এবং তাদের অনিশ্চিত ভবিষ্যত নতুন করে দেখার একটি সুযোগ করে দিয়েছে।”

বিবিসি নিউজ বাংলার সংবাদ প্রতি সপ্তাহে বাংলাদেশের ১ কোটি ৫৪ লাখ মানুষের কাছে পৌঁছায় এবং bbc.com/bangla ওয়েবসাইট ও সামাজিক মাধ্যম দ্বারা প্রতি সপ্তাহে সারা বিশ্বের ১৩ লাখ মানুষ বিবিসি নিউজ বাংলার সাথে যুক্ত হন। সামাজিক মাধ্যমের মধ্যে রয়েছে বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, যার ফলোয়ারের সংখ্যা ১ কোটি ২০ লাখের বেশি।

বিবিসি নিউজ বাংলার টেলিভিশন অনুষ্ঠান, বিবিসি প্রবাহ এবং ক্লিক প্রচারিত হয় চ্যানেল আইতে। bbc.com/bangla ওয়েবসাইট এবং বিবিসি নিউজ বাংলার ইউটিউব চ্যানেলেও পাওয়া যায় এই অনুষ্ঠানগুলো। লন্ডন এবং ঢাকা থেকে প্রযোজিত বিবিসি নিউজ বাংলার রেডিও অনুষ্ঠান প্রচারিত হয় বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, বাংলাদেশ বেতারের এফ এম নেটওয়ার্ক, শর্টওয়েভ এবং bbc.com/bangla ওয়েবসাইটের মাধ্যমে।