বৃষ্টি ভেজা লর্ডসে ডিউক বল, à¦®à§‡à¦˜à¦²à¦¾ আকাশ, হালকা বাতাস এই তিনটির সাথে জিমি এন্ডারসনের বোলিং, তাসের ঘরের মত গুড়িয়ে গেলো বিশ্বসেরা ভারতীয় লাইনআপ। মাত্র ৩৫ দশমিক ২ ওভারেই অল আউট ভারতীয় দল। দলের হয়ে সর্বাধিক ২৯ রান করেন অলরাউন্ডার আর অশ্বিন। এছাড়া ভিরাট কোহলি করেছেন ২৩ রান। মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট তুলে নিয়েছেন জেমস এন্ডারসন। 

দ্বিতীয় দিন কন্ডিশনের পূর্ণ ফায়দা নিতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। অধিনায়কের পরিকল্পনা মোতাবেক বোলিং করেন বোলাররাও। দফায় দফায় বৃষ্টি এলে থেমে যায় খেলা।

১৩.২ ওভার বোলিং করে মাত্র ২০ রান খরচায় ৫ উইকেট নেন অ্যান্ডারসন। তার টেস্ট ক্যারিয়ারের ২৬তম পাঁচ উইকেট এটি। এছাড়া ক্রিস ওকস ২টি, স্টুয়ার্ট ব্রড ও স্যাম কুরান নেন একটি করে উইকেট।