উইন্ডিজের বিপক্ষে টি-২০ সিরিজ জিতেছে বাংলাদেশ। ব্যাটে-বলে দারুণ পারফরম্যান্স করে সিরিজ সেরা হয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। তবে সবকিছু ছাপিয়ে গত কয়েকদিন ধরে একটি ভাইরাল ভিডিও আলোচনায় আসে। সেখানে দেখা যায় টিম হোটেলে এক সমর্থকের সঙ্গে সাকিবের অপ্রত্যাশিত আচরণ।

হোটেলে ফেরার সময় সাকিবের সাথে একজন সমর্থকের বাক বিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ সাকিব ওই সমর্থকের দিকে ফিরে আসেন এবং ‘অশালীন’ অঙ্গভঙ্গি করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভিডিও আকারে প্রকাশিত এবং ভাইরাল হলে সাকিবকে নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

এই ভাইরাল ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন সাকিব। তিনি বলেন, সমর্থকরা ক্রিকেটারদের বোঝা উচিত- এই মর্মে নিজের স্বীকৃত ফেসবুক পেইজ থেকে বুধবার (৮ আগস্ট) একটি পোস্ট করেন সাকিব, যেখানে সেদিনকার পরিস্থিতির বর্ণনার পাশাপাশি তাকে ভুল না বোঝার জন্য সবার প্রতি আহবান জানান।

ছবি আকারে প্রকাশিত ওই স্ট্যাটাসে তিনি বলেন,

আমার প্রিয় ভক্ত এবং অনুসারীদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সম্প্রতি আমাকে নিয়ে একটি ভিডিও আপলোড করা হয়েছে যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর লবিতে আমাকে এবং আমার একজন তথাকথিত ‘ফ্যান’ এর সঙ্গে তর্ক বিতর্ক করতে দেখা যায়। এই ক্লিপটি সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপন করা হয়েছে যা প্রকৃত ঘটনা প্রকাশ করে না।

পর পর ম্যাচ থাকায় আমি এবং আমার সহকর্মীরা বেশ ক্লান্ত ছিলাম এবং আমরা আমাদের রুমে ফিরে যাচ্ছিলাম। আমরা আমাদের নিজস্ব সরঞ্জাম এবং ব্যাগ বহন করছিলাম তাই আমাদের হাত পূর্ণ ছিল যা কোনোভাবেই অটোগ্রাফ দেয়ার অবস্থায় ছিল না। আমরা সর্বদাই আমাদের ভক্তদের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি এবং তাদের সঙ্গে ছবি তুলে, অটোগ্রাফ দিয়ে মুহূর্তগুলো ভাগ করে নেয়ার চেষ্টা করি। কিন্তু ভক্তদেরও বুঝতে হবে যে, আমরাও মানুষ। আমরা মাঠে একটা বিজয় অর্জনের জন্য প্রাণপণ লড়াই করি। আমাদের কি ব্যস্ত কিংবা ক্লান্ত অনুভব করার অনুমতি নেই? আমরা আপনাদের সমর্থন বুঝি এবং সবসময় প্রশংসা করি এবং চেষ্টা করি আপনাদের সমর্থনের প্রতিদান যেন আমরা মাঠে ভালো খেলার মাধ্যমে দিতে পারি। কিন্তু মাঝে মাঝে আমাদের এই কঠিন পরিশ্রম এবং কঠোর চেষ্টার সঙ্গে সব সময় নিজেকে গুছিয়ে রাখা কষ্টকর হয়ে পড়ে।

আমার আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের মধ্যে কেউ যদি আপনাদের অনুরোধ না রাখতে পারি তবে তা ব্যক্তিগতভাবে নিবেন না কারণ আমরা যে পরিস্থিতির মধ্যে রয়েছি তা হয়তো আপনি যা দেখছেন তা থেকে ভিন্ন হতে পারে। হুটহাট আমাদের পরিস্থিতি বিবেচনা না করে কিংবা আমরা কেমন মুডে আছি তা বোঝার চেষ্টা ছাড়াই কোনো সিদ্ধান্ত বা মতামত দিতে ব্যস্ত হয়ে পড়বেন না। আমি আমার ভক্তদের অসম্ভব ভালোবাসি এবং আমি মাঠে তাদের জন্যই খেলি সেটা জাতীয় দল হোক কিংবা কোন লিগের জন্য হোক। একই সাথে আমি আমার ভক্তদের কাছ থেকে সম্মান, ভালোবাসা এবং তারা আমাকে বুঝবে এমনটাই আশা করি। আমি জানি কিছু মানুষ, যারা হয়তো আমাকে ফলো করে অথবা করে না, কিন্তু সবসময় ছোট ছোট বিষয়ে আমাকে নিচু করতে পছন্দ করে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদের থেকে ভালো কিছু প্রত্যাশা করতে হলে এই নিচু মানসিকতার পরিবর্তন প্রয়োজন। প্রত্যেকটা ম্যাচে আমরা এমনিতেই অনেক বেশি চাপে থাকি, নতুন কোনো চাপ প্রয়োগ না করার জন্য বিশেষ অনুরোধ করা হলো। আর এই মানসিকতার বাইরে যারা আছেন আমি সর্বদা তাদের পাশে আছি।

সবার জন্য আমার তরফ থেকে ভালোবাসা রইল – সাকিব