ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি অনুষ্কা শর্মাকে উৎসর্গ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলের ২৭৪ রানের মধ্যে ১৪৯ রানই তাঁর! প্রথম ইনিংসে তোলা ২৮৭ থেকে মাত্র ১৩ রান দূরে শেষ হয়েছে ভারতের ইনিংস। এর সবটুকু কৃতিত্ব কোহলির। দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ১ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। এর আগে ১৪টি চারে সেঞ্চুরি ছোঁয়া কোহলি উমেশ যাদবকে নিয়েই গড়েছিলেন দুর্দান্ত এক জুটি। ৮টি চার ও ১টি ছক্কায় শেষ ৫৩ বলে ৪৯ রান তুলেছেন কোহলি। দশম উইকেটে ৫৭ রানের জুটিতে যাদবের অবদান ১! ইনিংসের একমাত্র ছক্কা মারার পরের বলেই রশিদকে কাট করতে গিয়ে আউট হয়ে গেছেন কোহলি। ইংল্যান্ডে আগের সফরে ১০ ইনিংসে মাত্র ১৩৪ রান করেছিলেন। সে রানটা এক ইনিংসেই দ্বিগুণের বেশি করে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে কোনও অর্ধশতক না পাওয়ার হতাশাও প্রায় দেড়শো ছোঁয়া ইনিংসে কাটিয়ে ফেলেছেন। অবশ্য ইংল্যান্ডে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ আজও ৩৯ থেকে যেতে পারত কোহলির। কিন্তু ব্যক্তিগত ২১ রানে কোহলির দেওয়া সুযোগ ফেলে দিয়েছেন ডেভিড মালান। সেই মালানই ৫২ রানে আবার ক্যাচ ফেলেছেন কোহলির। ইংল্যান্ডে বিরাটের প্রথম সেঞ্চুরি অনুষ্কাকে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি অনুষ্কা শর্মাকে উৎসর্গ করলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দলের ২৭৪ রানের মধ্যে ১৪৯ রানই তাঁর! প্রথম ইনিংসে তোলা ২৮৭ থেকে মাত্র ১৩ রান দূরে শেষ হয়েছে ভারতের ইনিংস। এর সবটুকু কৃতিত্ব কোহলির।

দ্বিতীয় ইনিংসে ৯ রান তুলতেই ১ উইকেট হারিয়ে ফেলেছে ইংল্যান্ড। এর আগে ১৪টি চারে সেঞ্চুরি ছোঁয়া কোহলি উমেশ যাদবকে নিয়েই গড়েছিলেন দুর্দান্ত এক জুটি। ৮টি চার ও ১টি ছক্কায় শেষ ৫৩ বলে ৪৯ রান তুলেছেন কোহলি। দশম উইকেটে ৫৭ রানের জুটিতে যাদবের অবদান ১! ইনিংসের একমাত্র ছক্কা মারার পরের বলেই রশিদকে কাট করতে গিয়ে আউট হয়ে গেছেন কোহলি। ইংল্যান্ডে আগের সফরে ১০ ইনিংসে মাত্র ১৩৪ রান করেছিলেন। সে রানটা এক ইনিংসেই দ্বিগুণের বেশি করে ফেলেছেন। ইংল্যান্ডের মাটিতে কোনও অর্ধশতক না পাওয়ার হতাশাও প্রায় দেড়শো ছোঁয়া ইনিংসে কাটিয়ে ফেলেছেন। অবশ্য ইংল্যান্ডে নিজের ব্যক্তিগত সর্বোচ্চ আজও ৩৯ থেকে যেতে পারত কোহলির। কিন্তু ব্যক্তিগত ২১ রানে কোহলির দেওয়া সুযোগ ফেলে দিয়েছেন ডেভিড মালান। সেই মালানই ৫২ রানে আবার ক্যাচ ফেলেছেন কোহলির।