ক্রিকেট খেলায় জাতীয় দলে সুযোগ পাওয়ার ক্ষেত্রে বয়স নয়, প্রতিভাই একমাত্র মাপকাঠি হওয়া উচিত। ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকার এ মত দিয়েছেন। তাঁর মতে, কেউ যদি সত্যিই ভালো পারফর্ম করে, তাহলে তাঁকে দেশের হয়ে খেলার সুযোগ দেওয়া উচিত। সেক্ষেত্রে বয়স কখনও বিচার্য হতে পারে না।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ২০ বছরের অলরাউন্ডার স্যাম কুরান সেরা খেলোয়াড় হয়েছেন। তাই দেখে ইংল্যান্ডের নির্বাচকরা দ্বিতীয় টেস্টে ২০ বছরের ব্যাটসম্যান ওলি পোপকে দলে নিয়েছেন। এই প্রসঙ্গেই শচীন এই মন্তব্য করেন।

মাত্র ১৬ বছর বয়সে ১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল শচীনের। মাস্টার ব্লাস্টার বলেন, ‘আমি যখন প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলাম, তখন আমার বয়স ছিল মাত্র ১৬। এতে একদিকে আমার সুবিধা হয়েছিল। ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, ইমরান খান, আবদুল কাদিরদের সাথে কীভাবে খেলতে হয়, সেটা আমি জানতাম না। সম্ভবত সেই সময়কার সেরা বোলিং আক্রমণ।’

একজন উদীয়মান ক্রিকেটারকে ঠেলে পুলের ভিতরে ফেলে দেওয়াটা বিশাল চ্যালেঞ্জ বলেই ধারণা শচীনের। তাঁর কথায়, প্রথমদিকে সবাই মুদ্রার এক পিঠ দেখে। ছেলেটা কতটা সাহসী। ধীরে ধীরে ওই ছেলেটাই যখন অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে পরিণত হয়, তখন মুদ্রার অপর পিঠও দেখা যায়।’ স্যাম কুরান ও ওলি পোপকে এই চ্যালেঞ্জ উপভোগ করার পরামর্শ দিয়েছেন শচীন।