নওগাঁর আত্রাইয়ের ৫নং বিশা ইউনিয়নে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গতকাল রোববার সকাল ৯টায় উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদ চত্বরে ১৪শত অতিদরিদ্রদের মধ্যে ২০ কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। উপজেলার ৫নং বিশা ইউনিয়নের ০৯টি ওয়ার্ডের ৩০টি গ্রামে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২৮ মেট্রিক টন চাল বিতরণ করা হচ্ছে বলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে জানিয়েছেন।
সুত্র জানান, পবিত্র ঈদূল আজহায় অতিদরিদ্র মানুষ যেন সমান ভাগে ঈদের আনন্দ উপভোগ করতে পারে সে লক্ষে ৫নং বিশা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩০টি গ্রামের ১৪শত জনকে ২০ কেজি করে প্রায় ২৮ মেট্রিক টন চাল দেওয়া হয়েছে।
আত্রাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) শ্রী নভেন্দ্র নারায়ন চৌধুরী বলেন, আজ রোববার সকাল ৯টা থেকে চাল বিতরণ শুরু করা হয়েছে। অতি দরিদ্ররা যাতে চাল পায় সে বিষয়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। ভিজিএফ চাল বিতরণ সময় উপস্থিত ছিলেন ৫নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, বিশা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা মডেল প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, সাংবাদিক কাজী রহমান, বিশা ইউনিয়ন যুব লীগ সভাপতি কামরুজ্জামান শিপন, ইউনিয়ন ভ’মি উপসহকারী হেলালুজ্জামান প্রামানিক হেলাল, বিশা ইউপি সদস্য বিদ্যুৎ , ইউপি সদস্য আব্দুর রশিদ,ইউপি সদস্য রইচ উদ্দিন, ইউ পি সদস্যা বিউটি বেগম, লক্ষী বেগম সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ওইলেট্রি মিডিয়া সাংবাদিকগন