পঞ্চাশ পয়সা বা এক টাকার ব্যবহার প্রায় উঠে গেছে বললেই চলে, কিন্তু খুলনা বিভাগের সাতক্ষীরার এক প্রত্যন্ত গ্রামে ঘটেছে ভিন্ন এক ঘটনা। গত ৩০ বছর ধরে ৫০ পয়সায় সিঙ্গাড়া ও এক টাকায় পরোটা পাওয়া যায় একটি দোকানে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেলেও বাড়েনি সিঙ্গাড়া ও পরোটার দাম।

দোকানটি অবস্থিত সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুরে। স্থানীয়দের কাছে এই দোকানটির অন্য নাম হচ্ছে আট আনার দোকান। যেখানে একটি সিঙ্গাড়া ৪-১০টাকা করে বিক্রি হয় সেখানে এই দোকানে একটি সিঙ্গাড়ার দাম রাখা হয় মাত্র ৫০ পয়সা। দোকানে আরও পাওয়া যায় ১টাকার পরোটা ও ২টাকার আলুর চপ।

satkkkhira-50paisa-singara

স্বল্প দামের কারনে এলাকার মানুষের কাছে দারুন জনপ্রিয় এই দোকান। বিভিন্ন এলাকা থেকেও মানুষ আসে এই দোকানটি দেখতে। দোকানের মালিক মালেক বিশ্বাস।

মালেক বিশ্বাস জানান, যতদিন বেঁচে থাকবেন দাম না বাড়িয়েই এই ব্যবসা চালাবেন। অসাধু ব্যবসায়ীরা যখন খাদ্যে ভেজাল ও পণ্য গুদামজাত করে কৃত্রিম সংকট দেখিয়ে মুল্য বাড়াতে ব্যস্ত ঠিক তখনই মালেক বিশ্বাসের মত ব্যবসায়ীরা সমাজে উজ্জল দৃষ্টান্ত।