বিয়ে করার কিছু দিন পর ছেলেটা আবার কোন এক ধনির দুলালী লম্বা ফর্সা মেয়েকে কে ইনিয়ে বিনিয়ে বিয়ে করে.. তার পর ছেলেটা আগের বিয়ে করা বউটাকে দিন এর পর দিন কষ্ট দিয়ে মারদর করে বাড়ি থেকে বের করে দেয়।

তারপর কিছুদিন পর ছেলেটার ২য় লম্বা ফর্সা বউটা কোন এক ১০ তলা ভবনের মালিক দেখে তার ঘর ছেড়ে ঐ ১০ তলা ভবনের মালিক বড়লোক ছেলেটার কাছে চলে যায়।

এবার তুমি বলো কি বুঝলে। আমাদের কৃত কর্ম ফল গুলো কখনো হারিয়ে যায় না... কর্ম ফল সব সময় বাতাসে উড়ে উড়ে বেড়ায় যদি উওরে বাতাস বহে দক্ষিনে যায় আবার যদি দক্ষিনে বাতাস বহে তাহলে উওরে ফিরে আসে।

আজ তুমি ভালোবাসে কারো বোন কে ঠকিয়ে প্রতারনা করে কষ্ট দিচ্ছো টু ডে টুমোড়ো ফের কষ্টটা তোমার জীবনে আসবেই টাস্ট মি ইয়ার।হয় তুমি পাবে না হয় তোমার আদরের বোন টা পাবে আর যদি তা না হয় তোমার রাজ কন্যা মেয়েটা পাবে... এইটা অবিয়াস ফের কষ্ট পাবাই কাউকে কখনো ঠকানো যায় না হয়তো আজ না হয় কাল।

আরেকটা কথা কি জানো কষ্ট তুমি যাকে যতটা তার জীবনে দিয়েছো ততো টুকু কিন্তুু তোমার জীবনে আসবে না যা আসবে তা দ্বিগুন হয়ে।

আর ফের কষ্টটা যখনই তোমার জীবনে আসবে তখনই তুমি বুঝবা তুমি কি করেছিলা... কতটা জগন্যতম অপরাধ তুমি করে ছিলা তখনই তুমি টের পাবা কি ভুলটাই না তুমি করেছিলা... তোমার জীবনে তখন তুমি বুঝবে তোমার কষ্টা পাস কাটানোর মতন কোন অপশনই তোমার হাতে নেই.।

ঠিক সেই মুহূর্তে দেয়ালে পিঠ ঠেকিয়ে তোমার ভুলের মাশুল দিতে চাইবে ফিরে যেতে চাইবে তোমার আগের জায়গায় সেই মুহূর্তে বোকার মতন কখনো আর তোমার পাপের তৈরী ইট আর কংক্রিট এর চেয়ে শক্ত দেয়ালটা টপকাতে পারবে না।

তখন তুমি ফিল করবে একদিন তুমি মানুষ কে কষ্ট আর ঠকানোর জন্য পারফর্ম.. করে ছিলে আজ তুমি নিজেই দর্শক হয়ে গেলে। আর এই কথা না পারবে তুমি কাউকে বলতে... আর না পারবে সইতে নিজের পাপের কর্ম ফল ভোগ করতে করতে তখন তোমার পাশে সঙ্গী হবে তোমার দু চোখের কান্নার জল গুলো।

কথায় আছে:ইট মারলে পাটকেলটি খেতে হবে। তাই কারো ক্ষতি করার আগে চিন্তা করা উচিত। নাহলে পরে পস্তাতে হয়।তাই এখনিই ডিশিসন নিন কাউকে কষ্ট দেওয়ার আগে নিজের কথা ভাবুন দেখবেন আপনার জীবনে পাপের ছায়া লাগবে না।

লিখেছেন - Ariyan Prince Rone