প্রতিযোগিতায় ফেসবুককে হারাল ইউটিউব। স্যোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছে ফেসবুক৷ গবেষণার তথ্য অনুসারে, যুক্তরাষ্ট্রে গত দুই বছরে পেজ ভিজিটরের সংখ্যা কমে হয়েছে প্রায় অর্ধেকের কাছাকাছি। প্রথমে মাসিক পেজ ভিজিটরের সংখ্যা ছিল ৮ দশমিক ৫ বিলিয়ন। সম্প্রতি যা কমে হয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন। দীর্ঘদিন ধরে দ্বিতীয় স্থান দখলে ছিল ফেসবুকের। এবার সেই স্থানে ইউটিউব।

ফেসবুক বলছে, চলতি বছরের দ্বিতীয়ার্ধে উত্তর আমেরিকাতে ডেইলি অ্যাকটিভ ইউজারের সংখ্যায় কোন রকম ইতিবাচক পরিবর্তন চোখে পড়েনি৷ অন্যদিকে, ভিন্ন দৃশ্য দেখা গিয়েছে ইউরোপে। যেখানে ডেইলি অ্যাকটিভ ইউজারের সংখ্যা কমে গিয়েছে অনেকাংশে।

তথ্য অনুযায়ী, ফেসবুকের বাজার পড়লেও তরতড়িয়ে বেড়েছে ইউটউবের ভিউয়ারসিপ সহ লভ্যাংশ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বৃহত্তম ওয়েবসাইট হিসেবে গুগলের নাম সামনে এসেছে। যার অবস্থানে বিন্দুমাত্র পরিবর্তন হয়নি৷ সূত্রের খবর, খুব শীঘ্রই আরও একটি বদল আসতে চলেছে। যেখানে আমাজন রিপ্লেস করবে ইয়াহুকে। মোস্ট-ভিজিটেড ওয়েবসাইটগুলোর তালিকায় চতুর্থস্থানে আসতে চলেছে ই-কমার্স সংস্থা আমাজন৷

বাজার গবেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ও বৃহত্তম ওয়েবসাইট হিসেবে দ্বিতীয় অবস্থান ধরে রাখতে লড়চ্ছে ফেসবুক। এতদিন পর্যন্ত যুক্তরাষ্ট্রের শীর্ষ পাঁচ ওয়েবসাইট ছিল গুগল, ফেসবুক, ইউটিউব, ইয়াহু ও আমাজন। এখন এর রদবদল হয়েছে।