২০১৭ সালে হত্যার দায়ে গ্রেপ্তার করা হয় à¦°à¦¾à¦¶à¦¿à§Ÿà¦¾à¦° দম্পতি নাতালিয়া বাকসশিভা ও তার স্বামী দিমিত্রিকে। গ্রেপ্তারের পর তাদের মাঝে কিছু অস্বাভাবিক আচরন খেয়াল করে এই কেসের তদন্তকারী কর্মকর্তারা। মনোবিদদের নির্দেশ দেওয়া হয় তাদের পরীক্ষা করার জন্য। তবে মনোবিদরা যা জানায় তা আশ্চর্য হওয়ার মতন, এদের ২জনকে ‘‌মানসিক বিকারগ্রস্ত নরখাদক’‌ à¦¬à¦²à§‡ বর্ননা দেওয়া হয়েছে। তদন্তে জানা যায় à¦¨à¦¾à¦¤à¦¾à¦²à¦¿à§Ÿà¦¾ ও দিমিত্রি কমপক্ষে ৩০ জন মহিলাকে হত্যা করে কেটে খেয়ে ফেলেছে। এবং এই কাজের জন্য তাদের মধ্যে কোন অনুশোচনাও নেই। 

তিরিশটির ওপরে খুন করে ফেললেও পুলিশের সন্দেহের তালিকা থেকে দূরে ছিল বাকসশিভা দম্পতি। এলিনা ভারুশিভা নামে এক তরুণী নিখোঁজ হওয়ার পরে তদন্ত শুরু করেছিল পুলিশ। এদিকে নাতালিয়াদের বাড়ির পিছনে একটি আবর্জনার স্তূপ থেকে এলিনার মোবাইল ফোনটি খুঁজে পান একদল নির্মাণ কর্মী। তাঁরা সেখানে একটি বাড়ি বানানোর কাজ করছিলেন। মোবাইল ফোনটি পুলিশের কাছে জমা দিলে তখন সন্দেহ গিয়ে পড়ে নাতালিয়াদের ওপরে। প্রথমে জেরা করার পরে গ্রেপ্তার করা হয় নাতালিয়া ও দিমিত্রিকে।