শিক্ষার কোন বয়স নেই, এই কথা যেন আবার প্রমান করলেন ভারতের কেরালা রাজ্যের আলাপ্পুজাহারের বাসিন্দা কাত্যায়নী আম্মা। ৯৬ বছর বয়সী এই বৃদ্ধা পাশ করে ক্লাস ফোরে উঠেছেন এবার।

কেরালার সর্বশিক্ষা মিশনে চতুর্থ শ্রেণীতে ওঠার পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হলেন তিনি। শুধু পাশ না একেবারে পূর্ণ নম্বর পেয়ে তিনি বাজিমাত করেছেন তিনি।

Study_Web-750x500

আকসারলাক্সম প্রকল্পের এই সর্বশিক্ষা মিশনে ৪৫ জন প্রবীন পরীক্ষার্থীর মধ্যে কাত্যায়নী আম্মাই সবচেয়ে প্রবীনতম শিক্ষার্থী। মোট ১০০ নম্বরের পরীক্ষায় উচ্চারণ করে পড়তে পারায় ছিল ৩০ নম্বর, মালয়ালম ভাষায় লিখতে ৪০ নম্বর ও গণিতে ছিল ৩০ নম্বর।

সব বিষয়ে সমান দক্ষতা দেখিয়ে পরিক্ষায় পাশ করেছেন তিনি।