পাকিস্তানের সাধারণ নির্বাচনে অভূতপূর্ব সাফল্যের পর দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন সাবেক ক্রিকেটার ইমরান খান। এদিকে দেশটির ক্রিকেট মহলে গুঞ্জন শুরু হয়েছে, ইমরান প্রধানমন্ত্রী হয়ে গেলে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান হবেন ওয়াসিম আকরাম। পাকিস্তানকে একমাত্র বিশ্বকাপটি জেতানো কাপ্তান ইমরান খানই ঘরোয়া ক্রিকেট খেলতে দেখে জাতীয় দলে তুলে এনেছিলেন দুই বিশ্বসেরা পেসার ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিসকে। ক্রিকেট মাঠের নেতাকে উদ্দেশ্য করে গতবছর এক টুইটে আকরাম লিখেছিলেন, ‘ওয়ান্স আ লিডার, অলওয়েজ আ লিডার’ (একবার নেতা, সবসময়ই নেতা)। এরই মধ্যে নির্বাচনে জিতে দেশের কাপ্তান হতে যাচ্ছেন ইমরান। খবর পেয়ে বিদেশ সফর কাটছাঁট করে দেশে ফিরেছেন ‘সুলতান অফ সুইং’ খ্যাত আকরাম।

সোজা ইমরানের বাসভবনে গিয়ে তাকে অভিনন্দন জানিয়ে এসেছেন এক সময়ের বিশ্বসেরা এ পেসার। ইমরানের এক আত্মীয় বলেন, ইমরানের সঙ্গে দীর্ঘদিন পাকিস্তানের হয়ে খেলেছেন ওয়াসিম। এখন দু’জনে মিলে পাকিস্তানকে অন্য উচ্চতায় নিয়ে যেতে দৃঢ়প্রতিজ্ঞ। এখান থেকেই শুরু হয়েছে জল্পনা-কল্পনা। পিসিবির বর্তমান চেয়ারম্যান নাজাম শেঠি। পাক ক্রিকেটে তার পরিচয় ইমরান-বিরোধী বলে। তাকে পিসিবির দায়িত্বে এনেছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। রাজনীতির আঙিনায় নওয়াজের প্রবল বিরোধী বলেই পরিচিত ইমরান। তাই দায়িত্ব নিয়ে নওয়াজ ঘনিষ্ঠ পিসিবি কর্মকর্তাকে সরিয়ে আকরামকে চেয়ারম্যানের পদে বসাবেন, এটাই স্বাভাবিক