‘মহেন্দ্র সিং বাহুবলী কো জিনা হোগা’ এই সংলাপ মনে করলেই বহু দর্শকের চোখের সামনে ভেসে ওঠে এক নারীর চিত্র। রক্তচক্ষু আর দৃপ্ত কণ্ঠে এক শিশুকে বাঁচানোর চেষ্টা করছেন সেই নারী। খুব চেনা এই দৃশ্যটি ‘বাহুবলী’-র প্রথম পর্বের।

কিছুদিন আগেই নেটফ্লিক্স ঘোষণা করেছিল, এই ডিজিটাল প্ল্যাটফর্মে দেখানো হবে রাজমাতা শিবগামীর জীবন কেমন ছিল।বাহুবলী মানেই প্রভাস। বাহুবলির এখন পর্যন্ত দুটি সিরিজ মুক্তি পেয়েছে। আর দুটি সিরিজেই নায়কে চরিত্রে ছিলেন জনপ্রিয় নায়ক প্রভাস।

বলা যায়, বাহুবলী দিয়েই জনপ্রিয় হয়েছেন প্রভাস।‘দ্য রাইজ অফ শিবগামী’ আনন্দ নীলকান্তের লেখা এই বই থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি এই ওয়েব সিরিজ। ওয়েব সিরিজে মোট ৯টি এপিসোড থাকবে।

সিরিজে শিবগামীর উত্থান, কীভাবে তিনি সাম্রাজ্য গড়েছিলেন সমস্তই দেখানো হবে এই সিরিজে। সিরিজের এবার বাহুবলী-৩ এর টিজার প্রকাশ করা হয়েছে। ইতিমধ্যেই সিরিজের ওয়েবসিরিজটের নাম দেওয়া হয়েছে ‘বাহুবলী বিফোর দ্য বিগিনিং।

কিন্তু এই ওয়েব সিরিজে প্রভাসকেই বাহুবলীর চরিত্রে দেখা যাবে কি না, তা এখনও জানা যায়নি। কবে রিলিজ করবে তাও এখনও জানায়নি নেটফ্লিক্স। বাহুবলীর চরিত্রে নেটফ্লিক্সের পচন্দের তালিকায় প্রভাস ছাড়াও আসেন রামচরন।