আজ থেকে নিজিল্যান্ডে প্লাস্টিক ব্যাগ ব্যবহার নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। à¦¦à§à¦·à¦£ কমিয়ে আনার পদক্ষেপ হিসেবে আগামী এক বছরে ধাপে ধাপে দেশটি প্লাস্টিক ব্যাগমুক্ত করবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী à¦œà¦¾à¦¸à¦¿à¦¨à§à¦¡à¦¾ আরডার্ন। à¦¨à¦¿à¦‰à¦œà¦¿à¦²à§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡ বছরে লাখ লাখ প্লাস্টিক ব্যাগ ব্যবহৃত হয়,যা সামুদ্রিক প্রাণী ও মৎস সম্পদের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী। 

বর্জ্য ব্যাবস্থাপনায় আমাদের আরো কার্যকর উদ্যোগ নেয়া প্রয়োজন এবং এ ক্ষেত্রে প্লাস্টিক ব্যাগ নিষিদ্ধ করা একটি ভালো পদক্ষেপ। à¦œà¦¾à¦¸à¦¿à¦¨à§à¦¡à¦¾ আরডার্ন আরও বলেন, নিউজিল্যান্ডের পরিচ্ছন্নতা ও সবুজ দেশের সুনাম বজায় রাখতে এবং পরিবেশ রক্ষায় আমরা প্লাস্টিক ব্যাগের ব্যবহার থেকে বেড়িয়ে আসবো। à¦¨à¦¿à¦‰à¦œà¦¿à¦²à§à¦¯à¦¾à¦¨à§à¦¡à§‡à¦° সমুদ্র উপকূলে প্লাস্টিক উপকরণে উপস্থিতি বিপুল।পরিবেশবাদী গ্রুপ গ্রীনপিচ সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। গত জুনে জাতিসংঘ এক রিপোর্টে জানায়, প্রতিবছর বিশ্বে একবার ব্যাবহৃত প্লাস্টিক ব্যাগের সংখ্যা ৫ ট্রিলিয়ন।প্রতি মিনিটে এই ব্যাগের ব্যবহার প্রায় ১০ মিলিয়ন।
জাতিসংঘ জানায়,বিশ্বের ৬০টির বেশী দেশে এই ধরনের প্লাস্টিক ব্যাগের ব্যবহার নিষিদ্ধ।