নিজেদের প্ল্যাটফর্মে ব্যাংকিং সেবা দিতে বিভিন্ন আর্থিক সংস্থাগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে ফেসবুক।এর মাধ্যমে সংস্থাগুলো অ্যাকাউন্ট ব্যালেন্স চেক করার সুবিধা ও কার্ডের মাধ্যমে আর্থিক লেনদেনের তথ্যসহ আরও অনেক সেবা দিতে পারবে বলে জানিয়েছে ফেসবুক। ইতোমধ্যেই বিভিন্ন আর্থিক সংস্থা যেমন পেপ্যাল, মাস্টারকার্ড ও আমেরিকান এক্সপ্রেসের গ্রাহকরা তাদের অ্যাকাউন্টগুলো ফেসবুকে ম্যাসেঞ্জারের সঙ্গে সংযুক্ত করতে পারছেন। কিন্তু ফেসবুক এই সেবা আরও বৃহৎ পরিসরে চালু করতে আগ্রহী।

তাই তারা বিভিন্ন ব্যাংকিং প্রতিষ্ঠান ও ক্রেডিট কার্ড কোম্পানির সঙ্গে চুক্তি করতে চাইছে। এ ধরণের চুক্তি হলে কোম্পানিগুলো গ্রাহকদেরকে ম্যাসেঞ্জারে বা অ্যাপের মাধ্যমেই সেবা দিতে পারবে। ব্যবহারকারীদেরকে ব্যাংকিং সেবা দিতে ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের অ্যাকাউন্ট সংক্রান্ত বিভিন্ন তথ্য দিতে বলেছে ফেসবুক। ফেসবুকের এক মুখপাত্র জানিয়েছেন, ব্যবহারকারীরা চাইলে তবেই শুধু অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য দেখতে পারবে ফেসবুক। তবে এসব তথ্য বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা হবে না। এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, গ্রাহকদের তথ্য নিরাপদে রাখাই এ চুক্তির সবচেয়ে বড় চ্যালেঞ্জ।