পাকিস্তানের বিখ্যাত অভিনেত্রী ও গায়িকা রেশমাকে গুলি করে হত্যা করা হয়েছে। খাইবার পাখতুনখাওয়ায় নৌসেরা কালান এলাকায় রেশমাকে গুলি করা হয়। রেশমার ঘরে ঢুকে তাঁকে গুলি করে তাঁর স্বামী পালিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। জিও টিভির খবরে বলা হয়, রেশমা অভিযুক্তের চতুর্থ স্ত্রী৷ স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার পর হাকিমাবাদে নিজের ভাইয়ের সঙ্গে ছিলেন রেশমা। বাড়ির দরজা খুলতেই রেশমার ঘরের দিকে চলে যায় অভিযুক্ত স্বামী। ঘুমন্ত রেশমার উপর পর পর গুলি চালানোর ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান রেশমার ভাই৷ পুলিশ ঘটনার তদন্ত করছে। এখনও অভিযুক্তের নাম জানা যায়নি৷ খাইবার পাখতুনখাওয়ায় এই নিয়ে ১৫ বার মহিলা শিল্পীকে খুন করা হল। গত ৩ ফেব্রুয়ারি একই ভাবে স্টেজ আর্টিস্ট সুনবুলকে খুন করা হয়।

বন্ধুদের সঙ্গে রাত পর্যন্ত পার্টি করা ছিল তাঁর অপরাধ৷ মানা করা সত্ত্বেও নাকি সুনবুল পার্টিতে যান৷ আর সেই কারণেই তাঁকে গুলি করে খুন করে স্বামী৷ পাস্তু গান গেয়ে বিখ্যাত হন রেশমাও৷ পাশাপাশি সিনেমাতেও অভিনয় করতেন৷ পাকিস্তানি ছবি ‘জোবালা গলুনা’ অভিনয় করে কয়েকদিন আগেও প্রশংসা কুড়িয়েছিলেন রেশমা৷ বার বার মহিলা শিল্পীদেরকে টার্গেট করে খুন বাড়ছে খাইবার পাখতুনখাওয়া এলাকায়, যা প্রশাসনের গাফিলতিকে চোখে আঙুল দিয়ে দেখাচ্ছে বলেই মনে করা হচ্ছে৷