BD SONGSAR

মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান

আজ ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থীকে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। এ উপলক্ষে রাজধানীর ফারস্ হোটেল এন্ড রিসোর্টসে আজ শনিবার (১১ আগস্ট ২০১৮) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির এবং বিশেষ অতিথি ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা। প্রধান অতিথি ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থীর হাতে ‘মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৭’-এর বৃত্তির চেক ও সনদপত্র তুলে দেন, এর মধ্যে অটিস্টিক ও প্রতিবন্ধী শিক্ষার্থী ২৯ জন, জেএসসির ৫০ জন, এসএসসির ৩৩ জন, এইচএসসির ৬৭ জন ও ঢাকা মেটেধাপলিটন পুলিশ কোটায় ৫০ জন শিক্ষার্থী রয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান শহিদুল আহ্সান এবং স্বাগত বক্তব্য à¦¦à§‡à¦¨ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান। প্রধান অতিথির à¦¬à¦•à§à¦¤à¦¬à§à¦¯à§‡ à¦«à¦œà¦²à§‡ কবির বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের যথাযথ à¦…ধ্যয়ন à¦“ à¦…ধ্যাবসয়ের à¦®à¦¾à¦§à§à¦¯à¦®à§‡ নিজেদেরকে সুযোগ্য নাগরিক হিসেবে দেশ সেবায় à¦ªà§à¦°à¦¸à§à¦¤à§à¦¤ হতে আহ্বান জানান।

তিনি মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর কার্যক্রমের à¦¸à¦¾à¦¦à§à¦¬à¦¾à¦¦ ব্যক্ত à¦•à¦°à§‡à¦¨, তিনি ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের অডিট কমিটির চেয়ারম্যান ড. মাহমুদ ওসমান ইমাম, পরিচালক আলহাজ্ব আকরাম হোসেন (হুমায়ুন), আলহাজ্ব মোশাররফ হোসেন ও ডঃ মোঃ রহমত উল্লাহ; এবং সম্মানিত শেয়ারহোল্ডার ও সাবেক পরিচালক এম. এ খান বেলাল। বিশেষ অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান এ.কে.এম. সাহিদ রেজা ঢাকা বিভাগ থেকে অনুষ্ঠানে আগত মেধাবী ছাত্র-ছাত্রী ও অভিভাবকসহ সবাইকে ধন্যবাদ জানান। তিনি মার্কেন্টাইল ব্যাংকের সিএসআর কার্যক্রম à¦…ব্যহত রাখা এবং এ খাতে à¦¬à§à¦¯à§Ÿ à¦¬à§ƒà¦¦à§à¦§à¦¿ করার à¦ªà§à¦°à¦¤à¦¿à¦¶à§à¦°à§à¦¤à¦¿ দেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী মসিহুর রহমান বলেন, সামাজিক দায়বদ্ধতা কর্মসূচীর অংশ হিসেবে মার্কেন্টাইল ব্যাংক আজ ঢাকা বিভাগের ২২৯ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করল। তিনি আরও বলেন, মার্কেন্টাইল ব্যাংক এ বছর সর্বমোট ১২০০ ছাত্র-ছাত্রীকে ১,৭০,০০,০০০/- (এক কোটি সত্তর লক্ষ) টাকা শিক্ষাবৃত্তি প্রদান করছে। বৃত্তিপ্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের এএমডি, ডিএমডি, ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তা, আমন্ত্রিত শিক্ষার্থী ও অভিভাবক, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ à¦—ন্যমান্য ব্যক্তিরা। 

Read More Article