BD SONGSAR

আলাদা রাসায়নিক পল্লী স্থাপনের দাবি জানিয়েছে এফবিসিসিআই

ব্যবসায়ী নেতৃবৃন্দ দেশের রাসায়নিক ব্যবসায়িদের সুবিধার্থে আলাদা রাসায়নিক পল্লী স্থাপনের দাবি জানিয়েছে। এ ব্যাপারে সরকারের ঘোষণার দ্রুত বাস্তবায়ন চায় তারা। এছাড়াও ব্যবসায়ি নেতৃবৃন্দ রাসায়নিক ব্যবসার লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে সৃষ্ট বিভিন্ন জটিলতার সমাধান কামনা করেছে। এফবিসিসিআই সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এফবিসিসিআই স্ট্যান্ডিং কমিটি রিলেটিং টু মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রিজ (প্রোডাক্টিভিটি এন্ড রিলেটেড কেমিক্যাল)-এর এক সভায় গতকাল (৯-৮-১৮) তারা এসব দাবি জানান।

সভায় আলোচকবৃন্দ বলেন যে, দেশের প্রধান রপ্তানি পণ্য তৈরি পোশাকসহ কৃষিভিত্তিক শিল্প, ওষুধ শিল্প, জ্বালানি এবং গবেষণাগারসহ বিভিন্ন শিল্পেরই মূল উপাদান হচ্ছে রাসায়নিক। গত অর্থবছরে রাসায়নিক রপ্তানি করে বাংলাদেশ ১২শ কোটি টাকা আয় করেছে। তাই এ খাতটির বিকাশ ও সঠিক ব্যবস্থাপনায় বিশেষ নজর দেয়া দরকার বলে তারা উল্লেখ করেন। এছাড়া বক্তাগণ শিল্প প্রতিষ্ঠানসহ সকল কর্মক্ষেত্রে উৎপানশীলতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন।

স্ট্যান্ডিং কমিটির ডাইরেক্টর ইন-চার্জ জনাব মো: নিজাম উদ্দিন সভায় কমিটির ভবিষ্যৎ কার্যক্রম উপস্থাপন করেন। জনাব নিজাম উদ্দিন এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সুপারিশসাপেক্ষে দেশের রাসায়নিকখাতে বিদ্যমান সমস্যা গুলো সমাধানে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। কমিটির চেয়ারম্যান জনাব মোহাম্মদ উল্লাহ পলাশ সভায়সভাপতিত্ব করেন।

শিল্পমন্ত্রণালয়ের উর্ধ্বতন গবেষণা কর্মকর্তা জনাব এ টিএম মোজাম্মেল হক সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

এফবিসিসিআইসহ-সভাপতি জনাব মো: মুনতাকিম আশরাফ সভায় বক্তব্য রাখেন। এছাড়াও এফবিসিসিআই পরিচালক জনাব আবু মোতালেব, জনাব আজিজুল হক, মিসেস প্রীতি চক্রবর্তী এবং জনাব হাফেজ হারুণ অর রশিদ আলোচনায় অংশ নেন।

 

Read More Article